ইশ্ সোনামুখী পেয়েছিস,
আমায় যদি ডাকতিস,
ভালোবাসায় ভরাতিস,
মাঠের পরে ঐ দূরে
একবার আমায় ডাকতিস।
বকুল ফুলের হরেক খেলা,
গেঁথে নিতাম অনেক মালা,
মেঘ, বৃষ্টি, রোদ্দুরে,
ডেকে নিতিস বন্ধুরে,
বকুল সুবাস মেখে দিতিস অন্তরে,
একবার আমায় রাখিস তোর মনজুড়ে।
বকুল ফুল দিতিস যদি আমারে,
ভালোবেসে কবিতাতে
জুড়ে দিতাম আহারে।
হরেক রকম ফুল ফোটে বাহারে,
তবু তোর বকুল আমার মনকাড়ে,
থাকি যতই সাগর,বন, পাহাড়ে,
একবার আমায় ডাকিস অচিন সুরেরে।