ব্যস্ত পাঠক সময় পাওনা?
তাই নিয়ে মোর যত ভাবনা,
সকাল থেকেই ডাবছি বসে
এর সমাধান মিলবে কিসে,
হঠাৎ মাথায় বুদ্ধি এলো
তোতা পাখিকে পড়তে বোলো,
তোতার পড়া হলে শেষ
বলবে পদ্য তোমায় বেশ।
তোতা যে হায় পড়তে পারে না
খুলবো তবে এক কারখানা
রোবট তোতা বানিয়ে ফেলে
কবিতা দিব চিপ হিসেবে,
গড়গড়িয়ে বলবে ছড়া
সুকুমার বোধ পড়ুক মারা,
কাজ তো হলো, এতেই খুশি
লাগছে যেন নাকে ঘুষি,
যাহোক তাহোক, হলো সমাধা
তবু নিজেকে লাগছে গাধা।