বৃষ্টি ঝরছে আষাঢ়ের
বন্দনায় মেতেছে সবাই
আমি খুঁজছি পাহাড়ের
কঠিন শিলার সদাই।
কারন বলা বারণ নয়
হৃদয় শিলায় ধরেছে ক্ষয়
গড়েছিলাম যা শরতকালে
বাবার বিদায় সন্ধাকালে।
পাললিক নয় আগ্নেয় শিলা
খুঁজতে তারে এ পথ চলা,
মাতুক সবাই বর্ষা গানে
পাহাড় আমার মনকে টানে।
ফেরি করছি ফেরিওয়ালা
আসবে যখন বসন্ত বেলা
পলাশ রাঙাতে আমার কাছে
ক্ষত হৃদয়ের গহীন মাঝে
পাবে সমুদ্র রাতুল রাজে।
বাউল মনের দুঃখ তাপে
আসছে শীতে হিম কাটাতে
উষ্ণ চোখের জলের গীতে
তোমাদের আমি মনটা ছুঁয়ে
বাবার কথন যাবো শুনিয়ে,
হিমের শীতের উষ্ণতা হয়ে।