সাগর পাহাড় সবাই ডাকে,
নীল আকাশ মেঘের ফাঁকে
বেতার বাঁধনে সেও ডাকে,
বৃষ্টি বাদল, রোদ প্রবল
ঝিরিঝিরি হাওয়া চপল
ওরাও ডাকে অবিরত
এদের রূপে বশীভূত,
সবুজ ঘাসের মাঠ প্রান্তর
সেও জানে জাদু মন্তর,
রবির খেলায় সাঁঝ সকালে
প্রান্তর জুড়ে আবাহন চলে,
রঙ, রূপের সব ঘোরটোপ
দুঃখ, বিষাদ নিমেষে লোপ
নদী, বিলের ঢেউয়ের খেলা
দেখতে গেলে ফুরাবে বেলা
ডাক পাঠিয়ে ওরা সকলে
পাগল করে ভরা বাদলে
মেঘলা দিন আর ফাগুন কালে
ভরা জোছনায় উতল মনে
ডাকে যেন এক নতুন কনে,
বৃক্ষ শাখা মায়ায় মাখা
দুলিয়ে লাগায় গায়ে পাখা
প্রকৃতি মায়ের সবার ডাকে
যাবো উড়ে আমি এক পলকে।