ডাকছে পাহাড় সবুজ মায়ায়
আসবে আবার ছুটির খেয়ায়?
নীল আকাশের সাদা প্রাসাদে
ভীষণ গহীন সব গিরির খাতে?
ডাকছে পাহাড় ঝর্ণা গানে
অচেনা সব পাখির রঙে,
হারিয়ে যেতে মেঘের নীড়ে
ডাকছে পাহাড় আজকে সুরে,
দুঃখ যত মনের কোনে
সুর হয়ে সব পাখির গানে
মিলিয়ে যাবে দুর গগনে,
পেলব ছোঁয়ার মেঘের মালা
গড়বে নতুন সুখের ভেলা,
দেখবো ঘুরে তারার মেলা,
গাইবো সুখে চড়িয়ে গলা।
ডাকছে পাহাড়, শুনতে পাও?
চাঁদনী রাতের জোছনা খামে
মেঘের বারী অনিন্দ্য যামে
কাব্য লিখে করছে ঘেরাও,
বলছে কেবল হারিয়ে যাও।
আটক আমি তার জাদুতে
কুড়াতে সুখ তার দেশেতে
হাওয়ার টিকিট নিলাম কিনে
বিনে পয়সায় কথা বুনে।