বাড়ি আমার নয়তো হেথায়
অন্য কোথাও অন্য জেলায়
তবু তোমার বসতি যেথায়
মা আমি চলেছি সেথায়।
সাগরজল একপাশে রেখে
ডাক শুনিনি তারি থেকে
তুমি যে মা ডাকছো আমায়
সাগর ঊর্মি কেমনে থামায়
চলেছি ছুটে তোমার কথায়
তোমায় দেখবো এই আশায়।
সাগর জল, দিগন্ত রেখা
নীল আকাশকে ফেলে একা
সাম্পান নামের যতই গাথা
সবারে বলেছি একই কথা
শুনোনি বুঝি মায়ের ডাকা?
বাঁধেনি তারাও, বুঝেছে ওরা।
এত যে গভীরে ডাক পাঠালে
উত্তর তোমাকে দেব কেমনে?
আমি তো অধম অতি ক্ষুদ্র
আমি নই যোগ্য, খুব রুদ্র
তবু জানি আমি খুব অমূল্য
তোমার চোখের মনির তুল্য।