আমি কি ভুলিতে পারি?
অমর ফেব্রুয়ারি,
হৃদয়ে ধারণ করি,
বিন্দু বিন্দু অশ্রু গড়ি
এই মাসকে স্মরি।
পলাশ শিমুল উপেক্ষা করে
ফাল্গুনের এক মাতাল দিনে
রফিক শফিক আর বরকতে
লাল ফুলেতে মিশেলো
সবারে তার ভাষা দিলো
আমি কি ভুলিতে পারি
তরুণ ভাইদের বলী?
আজ কাব্যে তাদের কথাই বলি।
একুশ শেষে বাইশ এসেছে
মার্চ আসলো ফেব্রুয়ারির শেষে,
ভাষার লড়াইয়ের রক্তবীজে
জাতির মানুষ জেগেছে তেজে
আপন মহিমায় তাই অঙ্কুরিত
স্বাধীন বাংলার স্বপ্ন মহিরুহ,
ভুলতে ওদের পারিনি
ওরা বাংলামায়ের সেনানী।