ফেরিওয়ালা ও ফেরিওয়ালা,  ডাকলে কি শুনতে পাবে কটকটি মামা?
লেইসফিতা আসবে কি আর পড়ে ঢিলা জামা?
কোন নদীতে ডুবে গেল আমার নৌকাখানি
রঙিন কাগজ দিয়ে গড়া, অনেক অনেক দামি,
কোন আকাশে হারিয়ে গেছে আমার রঙিন ঘুড়ি
সুতো কাটেনি তবু পাইনি আমার ঘুড়ির জুড়ি।
ফুলের রান্না, পুতুল কন্যা, ভাঙা ইটের গাড়ি
তুমি যদি পাও খুঁজে তাহাদের নিও আমার সব কড়ি,
কোচড় ভরা চুড়ি ভাঙা আর ভাঙা খোলামকুচি
এসব কিছুই আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি,
রুমা, সুমি, বেবি, মেরী তোদের কাছে জমা
ফিরিয়ে দিবি? করবো জীবনবিমা।
কোন দানবে গিলে খেল মোদের সাধের ঝিল
মনের সুখে আমরা সবাই ছিলাম গাঙচিল
হাওয়ার বেগে ছুটে যেতাম কালবোশেখির সাথে,
আম কুড়ানোর সুখগুলি কি এখন তোমরা পাবে?
ভূতের বাসা, সোনার পাতা আরো কত কি যে
স্মৃতির ঝাঁপি দামি করে পালালো কোথায় কবে?
দানব এসে ভর করেছে আমার সোনার বাসে, বয়স এসে ভর করেছে দেহের ভাঁজে ভাঁজে,
স্মৃতি শুধু তাই জমা আছে মনের ব্যাংক ব্যালেন্সে।
হিমায়িত সেই ব্যালেন্সগুলি আজো যতন করে, প্রগতির এই দারুণ কালে খুঁজি অবসরে।