আমার মেয়ের শখের পোশাক,
সাজাই সযতনে,
নানান রঙে রঙিন করে
বানাই স্বপণ বুনে,
তার পোশাকে আদর মেখে
মনের শত আবেগ থেকে
সেরা কিছু করি
আহা মরি মরি।
নতুন তো নয় এমন কিছু
বুকের মাঝে সবার শিশু,
শত আয়োজন ওদের ঘিরে
আলো যেন সে সকল নীড়ে,
কেমন করে সহে তবে
গাজার পিতা মাতা,
তাদের শিশুর পোশাকে মিশে
রক্ত বুকের তাজা।
কেমন করে সহে তারা
পথে ঘাটে আছে পড়া
লোহিত দেহের কিছু,
বুকে কেমন শেল বিঁধে দেখলে
নিথর শিশু?
উষ্ণ বুকে ঠাঁই দিয়ে
ক্লান্তি মেয়ের জুড়াই
ঠান্ডা হাওয়ার কাঁপুনিটা
ছুঁতে পারে না সোনাই,
ক্ষতবিক্ষত এতিম শিশু
কাঁপছে দেখো গাজায়
বোবা বনে যাই, চোখ ভিজে যায়
এ মন জ্বলে জ্বালায়।
দোয়া ছাড়া আর কী পারি
তাই তুলেছি দুহাত
চোখের জলে যাচ্ছি ভিজে
বড় অসহায় আজ।