কৃষ্ণচূড়ার এই শহরে
হারিয়ে যাওয়া কোনো প্রহরে
তোমায় কাছে ডাকছি
তোমার কথাই ভাবছি,
বৃষ্টি ধোয়া কৃষ্ণচূড়ার
রূপের ছোঁয়া দিও
দূরদেশের পাহাড়চূড়ার
মেঘের চিঠি পোড়ো।
কদম ডালি কৃষ্ণচূড়ার
ফুলের বেড়ি দিয়ে
আমায় নিয়ে দেখতে যেয়ো
মেঘ বালিকার বিয়ে।
কৃষ্ণচূড়ার আগুন লালে
মেঘবালিকা সাজবে,
কদম ফুলের টিকলি দিয়ে
সাঁঝ আকাশে ভেসে
রঙ রূপেতে মাতবে,
নতুন করে মেঘের মত
আমিও ভীষণ সাজবো,
চোখের তারায় আলো জ্বেলে
তোমায় আমি ডাকবো,
কৃষ্ণচূড়ার ঝরা ফুলের
রঙিন পথে বসে
আমার কথা শুনবে তুমি,
আবেগ দিয়ে মিশে,
মিটিমিটি হাসবে তুমি
ভালোবাসায় ভেসে।