মেঘ কন্যা বলো তুমি হাতটা ছুঁয়ে আলতো
কেমন করে উড়ে বেড়াও পর করে সব গল্প,
চলতি পথে উঁচু পাহাড় তোমায় দিলে বসতে
তখন তুমি জল ঝরাও কার অনুরোধ রাখতে?
মেঘ কন্যা কাজল চোখে মায়ায় বাঁধো কাকে?
শুনতে কি পাও বাঁশির সুরে রাখাল তোমায় ডাকে?
মেঘ কন্যা তোমার পোশাক রাঙাও কত রঙে
সকাল, বিকাল, পড়ন্ত বেলায় সাজো নানান ঢঙে,
উদাস চোখে রাজকন্যা ঝুল বারান্দায় বসে
বিনিময়ের বার্তা দিলে মানবে কি তা হেসে?
মেঘ কন্যা শতেক চিঠি লিখি আমি যত্নে,
হাওয়ার পিওন খুঁজি আমি রাতের বেলায় স্বপ্নে,
আমায় তুমি চিঠি দিও, চাইছি আমি খুব
আমার চিঠির অতল তলে একটু দিও ডুব।
মেঘ কন্যা রূপ বন্যা ছড়াও যখন তখন,
চৈতি হাওয়ায় ঘরের দাওয়ায় তোমায় খুঁজে নয়ন,
অলীক তুমি তোমার বসন কোথায় করো গোপন
তোমার আশায় গাইতে থাকে সবাই মধু বচন।
মেঘ কন্যা, মেঘ প্রেয়সী মেঘের মাদল বাজাও
নানা রূপে নানান রঙে হৃদয় আমার নাচাও।