বাদলের কণা না কি অশ্রুবিন্দু?
মনের আঙিনার খবর জানো বন্ধু?
সুখ দুঃখের কাহন না হয়ে বরং
জলেতে ভাসুক আমার সকল অহং,
যেমন করে হারালো তেজ রোদ্দুর
অহংবোধ দাও ভাসিয়ে বিন্দু বাহাদুর।
মুক্তি মিলুক অহং থেকে এখন থেকে সদা
মেঘ বাদলের ধারা তুমি হৃদয় করো সাদা।
সকল আনাচ কানাচ খুঁজে
কালো অহমিকা দাও মুছে,
বাদল ধারার মেঘ সরলে
নিরন্তর তোমার ঝরা থামলে
অহমিকার ক্লেদ না আসুক ফিরে
বাদল ধারার প্রলেপ হৃদয় থাকুক ঘিরে।