কদিন হলো সূর্যমামার দেখা পাওয়া ভার
আদর করে তোমরা বল রাগ হয়েছে তার।
শীতের সূর্য উষ্ণ মুহূর্ত তৈরি করা থামায়,
ভিজিয়ে চলে পথবাসী তীব্র কুয়াশায়
পথবাসী গৃহহারা জমাট বাঁধা বরফ
নিরুপায়, গতিহীন ওরা বড়ই নিরব।
বড় প্রয়োজন রবির আয়োজন
লুকোচুরি খেলায় হারায় জীবন,
কবির কবিতার আবহ জোগাও
একটু ভেবো ওদের কথাও,
আকাশ তলে শীতের কালে
বৃষ্টি ভেজায় ওদের
নরম উষ্ণ ঘরের কোনে রচি কবিতা দুঃখের।
একটু যদি কায়দা করে কাব্য লিখি এমন
দুঃখগুলো উঠবে ফুটে
লিপিকাগুলো তেমন।
তবেই আমি বাহবা পাব
হবো জগত ধন্য
তবেই আমি শৃঙ্গে ছোঁব
সবাই করবে গন্য।