ভাসবো কি দুঃখের সাগরে?
মানবো কি হার অন্ধকারে?
শক্তি সে তো নিজের খেয়াল
ভাঙতে পারে অদৃশ্য দেয়াল,
আনন্দ কি নেই তাতে?
আনন্দ আছে অশুভ দমাতে,
এখনো কি আমরা নবজাতক?
ভয় পাবো কি হটাতে ঘাতক?
আমার আমি গড়ি ভবিষ্যত
প্রভু ছাড়া নেই কারো হিম্মত
দমাতে পারে মোর হিকমত
হও বা না হও সব একমত,
আমার আমি একাই লড়ি
যুদ্ধে নয় প্রতিদিন ধরি
নিজের মনোবল সকল ঘড়ি,
বিসর্জন দিতে হবে না তোমায়
চাওয়াই হোক গড়ার উপায়,
তখন কী আর কষ্ট থাকে
লক্ষ্য তখনই আসবে ডাকে,
নিশ্চয় হবে সকল সমাধা
সাথেই আছে বিশ্ব বিধাতা।