আমার আমি বড় অকেজো
নিজেকে গড়ি নিতি
চাওয়া আমার নয়তো বেশি,
শুধু মেয়ের খুশি।
তাতেই কেমন বাঁধায় পড়ি,
নিভিয়ে ফেলি বাতি।
চেয়ে দেখি এদিক সেদিক
সফল মায়ের ছবি,
অবাক হয়ে রই তাকিয়ে
আমি ছোট খুবই।
মেয়ের হাসি চাইযে আমি,
চাই যে তার সফল পুঁজি,
এতেই নয়তো শেষ,
মেয়ে আমার গড়বে
এক সোনার পরিবেশ।
বাঁধায় পড়ে দোয়া যাচি
তোমাদের কাছে আমি
ভুলে যেয়োনা অনুনয় মোর,
আর্তি ভরা মায়ের লোর।