থেমে নেই জীবন রথ, চলছে অবিরল,
ডাক আসলে থেমে যাবে,
রথ হবে বিকল, বেশ হবে ধবল,
বন্ধু, স্বজন, প্রভাব, প্রতিপত্তি
যতই থাকুক, সবই হবে বিফল,
কড়ায় গণ্ডায় হিসাব হবে
আমার কর্মের সুফল ও কুফল।
পথ চলতে সুখে ও দুখে সাথে আছে
কত শত বন্ধু ও নিকটজন,
অমোঘ কালে, মাটির ঘরে
একলা রবো পর হবে  সবজন।
ভাবছি বসে কিসের তরে,
কোন আবেশে, গড়ছি মায়ার কানন,
বিধাতা আমার আসক্তি নাশি
উজল করো আনন, খোল বন্ধ নয়ন
প্রেমে, ঈমানে, জ্ঞানে ও সুরে
ভরুক এ মনন, অশুভ হোক দমন
ন্যায়েরই বাঁধনে চিত্ত হোক বুনন।