ইট পাথরের এই শহরের
পেলব মেঘ শরত আকাশের
যাও ছুঁয়ে মোর অশান্ত মন
আর্দ্র কর মোর নিরেট ক্ষণ।
অভিস্রবণ কর জলদ কণা
সময় স্রোত হিসেব করো না,
একটু তাকাও শীতল বরুণা
ভুলে সময়ের সংকট যাতনা।
নীল আকাশের সুখের নীল
অঢেল তোমার রং স্বপ্নীল,
বেদনার নীল করো পরিশোধিত
হোক আরবার হৃদয় মোহিত।
খোল আরবার তোমার দুয়ার
সুখের নীলের আসুক জোয়ার,
এই শরতে আজ দুহাতে
পেলব ভাসমান সাদা মেঘেতে
আকাশ পরী সাজাও মোরে।