টুপটাপ শিশিরের ঝরা
মনমাঝে বিরহের খরা
ওম বুলানো আদর
উষ্ণ গায়ের চাদর
তোমাকে করছে ইশারা
বিনাতারে সুরের পসরা।
কবিতার ছন্দ আনমনা
হৃদয়ের প্রেমের ভাবনা
অকারণে দোলে দোলনা
হাওয়ায় উড়ছে ওড়না।
অকারণ লাজে আমি সাজি
হারবো জেনেও ধরি বাজি
কাজ ফেলে ডাকো কাজি
দুজনে দুজনার হতে রাজি।
ভাঙি চলো সব দেয়াল
আসুক রঙিন শত খেয়াল
ঘাসফড়িং আর ঘাসফুল
নদী ঘেষা পলির দুকূল
করে চলে আমায় ব্যাকুল‌।
যেয়ো না কাজে দু'চোখে স্বপ্ন এঁকে
প্রজাপতিসম মন তোমাকে ডেকে
নোটবুকে প্রেমময় কবিতা লেখে।