আজ কোনো অনুভূতি নেই
আজ তারা পলাতক সব
আজ কোনো ফুল নেই
নেই আঙিনার সুবাস,
আজ কোনো চাঁদ নেই
মেঘের আড়ালে জোছনা
আজ নেই ঠিকানা
কোথায় মোহনা?
আজ কোনো সুর নেই
নেই সাগরে জোয়ার,
আজ কোনো খেলাঘর নেই
কোথায় সকল হাসির মেলা
কোথায় কেবল শুধুই খেলা,
নেই তো কোথাও মধু ভাষণ
নেই তো কোথাও পাতার আসন,
দিগ্বিদিক শুধু হাহাকার
বন্ধুরা তোদের ডাকি এবার,
নেই কোনো রঙ,
কোথায় খুঁজে পাবো এখন,
শুধু শব্দজট, শুধু শব্দজট,
ধ্বনির খেলা ভুলেছে আমার পথ‌,
শুধু বেদনা, শুধু যাতনা
নেই কোন আরাধ্য সান্ত্বনা,
নেই নেই নেই, তবু আছে মোর রবের আশয়
টেনে নাও প্রভু, করো করুণা না হয়।


© ফাতেমা-তুজ-জহুরা