মনে হয় আমি ভাসবো হেথায়,
এলোকেশে স্মিত হেসে ইশারায়
ডাকবো তোকে রাখিস মনে,
শত কাজে যাসনে ভুলে সাজনে।
ঘর গৃহস্থি ফাঁকি দিয়ে উদাস হয়ে রবি
রবির প্রখর রুদ্র আলো ম্লান করে তুই দিবি,
ঐ নয়নের মায়া দিয়ে হারিয়ে দিবি তাকে,
থাকবে মনে? যাসনে ভুলে, পাখির মিষ্টি ডাকে।
সবুজ ডুরে শাড়ি পড়বি, কাঁচের চুড়ি হাতে,
কাগজের প্লেন উড়িয়ে দিবি নাম লিখে মোর তাতে,
পাতার চরকি বানিয়ে রাখিস,
হাওয়া পেলে তুই আমায় খুঁজিস,
বুঝবি যখন আমার কথন
চরকি উড়াস ঠিক তখন,
ভুলে যাসনে আমায় সাজন।