জীবন পথের দ্বন্দ্ব গুলো,
রুধিরাক্ত স্মৃতি গুলো
পাতাঝরা দিনের কালে
ঝরুক পড়ে নয়ন জলে
বাউল মনের মুক্তি মিলুক
ফুটে উঠুক শাপলা শালুক
বাদল দিনের ধারার মত
সুখের কণা পড়ুক শত
সেই ধারার ই নুপূর বাজুক
চপলা মন নেচে উঠুক
সেই দিনের ই স্বপ্ন ফানুস
নীল গগনে উড়তে থাকুক
বাঁধার শিকল তুচছ করি
হাওয়ায় হাওয়ায় জীবন তরী
খুঁজে যেন পায় দিশারী