অট্টালিকার নরম সোফায় ঝিমুচ্ছিলাম,
হঠাৎ কানে নানাবাড়ির আভাস পেলাম,
পায়রা ডাকের চেনা সুরের গান ভেসে
মন নিয়ে যায় কল্পকথার পল্লী দেশে।
ডালিম ফুলের রং মশাল মাতিয়ে তোলে,
হৃদয় আমার নাচে কেবল তালে তালে,
হঠাৎ ভোমরা হুল ফোটালো মোর গালে,
লাগিয়ে দিলাম কান্না আমি শোরগোলে,
গেলাম শেষে নদীর জলে ডুব দিতে,
কলার ভেলায় গেলাম খানিক বেয়ে বেয়ে,
মাছের দেখা পেয়ে গেলাম বড়শিতে,
রওনা দিলাম কলসিটিতে জল ভরে।
বায়না ধরি উঠবো আমি মার কোলে,
খালার কোনো শোলক শুনে ভয় পেলে,
হাসতে হাসতে লুটায় সবাই দলবলে,
ঠিক তখুনি আমার এলো হুঁশ ফিরে,
বসে আছি আমি সোফায় এক কোণে,
মনটা আমার বিষম কাঁদে পলে পলে,
নানাবাড়ির স্বপন কোথায় গেলো চলে?