প্রতীক্ষার প্রহর গুনছি তুমি আসবে বলে
ফুল ফোটানোর স্বপ্ন সুখ মনে জ্বলে
সেই খুশি দ্যূতি ছড়ায়, জলকণার মুক্তাসম
আবীর ছড়ায় দখিন হাওয়া হৃদয়ে মম
হঠাৎ কেন দমকা হাওয়া কাঁপন লাগায়
দুর্বিষহ ভয় জাগিয়ে মন আঙ্গিনায়
কুসুম স্বপন, সুখের কাহন হারিয়ে যায়,
পড়ন্ত বেলার প্রাজ্ঞ আমি সযতনে আবার বুনি
ফুল ফোটানোর, মন রাঙ্গানোর মধুর স্মৃতি
হাসি কান্নার এই যে পালা, এরি নাম জীবন
ভালোবাসি জীবনের এই মন্দ মধুর পবন।