হাওয়া, আলো, মেঘ, আকাশ
পরদেশের সব কোমল প্রকাশ
আমার মনে তার হয়না বিকাশ
আমায় খুঁজো না তার ওপাশ।
তোমার পথের সবুজ বনে
দোয়েল পাখি নেই সেখানে
তোমার ফুলের রূপ প্লাবনে
আমায় ভাসায় না কভু গগনে।
তোমার নদীর জল শীতল
জুড়ায় না মোর মন কোমল
ঢেউয়ের নাচের ছন্দ নিটোল
আমায় কভু করে না উতল।
বাদল ধারায় তোমার দেশে
মাঝি মাল্লার সুর কি মেশে?
শিউলি তলায় এলোকেশে
ফুল কি কুড়াও ঐ বিদেশে?
স্নেহের বুলি পথেঘাটে
মন মুকুরের তৃষ্ণা মেটে
কোথায় পাবে কোন সে তটে
এমন মায়া কোন সে ঘাটে?
তাই তোমাকে ডাকছি বেভুল
এসো এখানে পাবে বকুল
সুবাসে ভরাবে মিষ্টি মুকুল
মন জুড়াবে বোন চটুল।
এসো এখানে জারুল তলে
কৃষ্ণচূড়ার আগুন লালে
রাঙিয়ে দিবো, পরাবো গলে
দুলবো ঝুলনে সাজিয়ে ফুলে।