উথলে ওঠে, আলো ঠিকরে
হৃদয়ে অনুভূতি যখন জাগে
প্রকৃতির অপরূপ রূপ মাধুর্যে।
বৃষ্টি স্নানে কচি পাতা সিক্ত হয়ে
বাদল বায়ে সুরভিত রভসে
শিহরে উঠে, দোলে আবেশে,
সেই ঝুলনে আমার এ মন,
দোলায় দুলে, করে গুঞ্জন।
যখন প্রভাতে রবি জাগে পূব গগনে,
রাতের গানের, মোহ প্রেমের খেলা শেষে,
রাঙা আবির ছড়িয়ে পড়ে
গগন হতে ক্ষুদ্র আমার মন সাগরে।
সন্ধ্যা কালে মুখর পাখি,
বিদায় সম্ভাষণ জানায় বুঝি,
যেতে যেতে আমায় বলে,
আগামী দিনের দিনলিপিকে,
তার ই প্রস্তুতি চলতে থাকে
গানে কবিতায় আকন্ঠ ডুবে।