ঈদের সুর বাজছে আকাশ বাতাস চতুর্দিক
খুশির ফোয়ারায় মাতোয়ারা দিগ্বিদিক,
হারিয়ে ফেলে যাদের হয়েছি পথিক,
তাদের স্মৃতি চোখের কোনে জলের মানিক।
ঈদের ক্ষণের ভোজন বিলাস আমার ঘরে,
হরেক রকম খাবার সাজিয়ে থরে থরে
কখনো কি আসে মনে বাজার দরে
পিষ্ট যারা ফেলছে চোখের পানি অঝোরে।
ঈদের খুশি বাড়ির সবাই মিলেমিশে
হাসি গান আর কাব্য কথায় ভালোবেসে,
ভেবেছো কি বুকের মাঝে কষ্ট কিযে
সড়ক পথে আপনজনা হারালো যে।
কত বিপরীত অনুভূতি আশেপাশে,
অবিমিশ্র সুখ আর খুশি কোন সে দেশে?
তবু ঈদ আজ এসেছে এই ধরা মাঝে,
ঈদ মোবারক জানাই তোমায়  আবেগ মেখে।