নতুন নতুন স্বপ্ন বুনে চারা গাছের ছোট পাতা
তেমনি যদি আমার মনের জরা জীর্ণ মলিন খাতা
নতুন করে উঠত ভরে নতুন কোন অনুভবে
মলিন যত রুগ্ন খেয়াল মুক্তি দিত চিরতরে।
আলোর কণা সোনা ছড়িয়ে মূল্যহীন আমায় কবে
নতুন প্রাণের ছোঁয়া দিবে? সুরের বীণা বাজিয়ে দিবে?
সবুজ পাতার সবুজ মহিমা আলোর কণা দেয় ভরিয়ে
তেমনি পরশ আমায় দিয়ে, জীবন স্রোতে দাও ভাসিয়ে।
স্থবিরতা কাটাও প্রভু, জীবন প্রদীপ নিভু নিভু
নদীর ধারার মত আমায় ছোটাও ঐ সাগর পানে
বিগত দিনের সকল কালি অমিয় ধারায় দাও মুছিয়ে।