জীবনের সমীকরণ,
আমার অনুধাবন
জটিল তার ধরন,
সময়ের সাথে তার হয় পরিবর্তন।
ঐকিক নিয়মে সমাধান মিলবে
এমন চিন্তাধারা  নির্ঘাত ডুববে।
ক্যালকুলাসের সূত্রে,
সমাধান লুকিয়ে
কিছুকাল ভেবেছি,
এই পথে খুঁজেছি
ভেবে ভেবে বারে বারে
নিস্ফল হয়েছি।
ফাইনাইট ইলিমেন্টে
হয়ে যাই দারস্থ
মনে হল এই মেথড
হতে পারে প্রযোজ্য
সমাধান এরপরও হয়নি আয়ত্ব,
এ বিষয়ে আমি হায় নই বিশেষজ্ঞ।
সাত পাঁচ ভেবে ভেবে
মিথ্যে ই মরছি,
জীবনের অনেকটা পথ
পার হয়ে এসেছি
জটিল এই সমীকরণের
মীমাংসা পেয়েছি
দৈব বানীতে সমাধান মিলবে,
নিশ্চিত জেনেছি।