ঐযে দূরে সবুজ বন পেরিয়ে যেখানে মেঘেরে ঝরছে অঝোর ধারায় সেথায় তোমার বাড়ি?
একদিন আমায় ডাকো না কেন সিক্ত হতে? তোমার সঙ্গে আড়ি।
তুমি ভাবছো তোমার কোমলতা আগলে রাখতে পারবোনা, আমি কি এতোই আনাড়ি?
ক্ষতি কি বলো যদি হই এলোকেশী, যদি হই খেলার সাথী, চলুক না ভালোবাসার বাড়াবাড়ি।
একদিন ধোঁয়া উঠা চা খাবো, গলায় ফুলের মালা পরবো, দেবে তোমার ফুল বাহারি?
একদিন খুব আহ্লাদ করবো, দেখো খুব হাসাবো তোমার দুলারি।
ভাবছো কি সব আবোল তাবোল বকছি,, হেসো না যেন, তোমার জন্য আনবো ঝরা পাপড়ি।