ওলো এবার বুঝি ফুরালো
তার বিদায়ে বিষন্ন আকাশ কাঁদল,
গুরু গুরু রবে পিছু ডাকলো
রবির আলো ঢাকলো মেঘ কালো।
পিছন পানে বারেক ফিরে চাই,
হুল্লোড় তার এখনো শুনতে পাই,
দিনলিপি ভুলে মেতেছিল সবাই,
গান, কবিতা, ছন্দালাপন  সদাই,
সে সকলি গুঞ্জে প্রাণে ভাই।
ফুল ফুটানোর মালি আমরা
ফুলেল বিদায় বেলায়,
ফুলের শোভা, রঙের আভায়
সবাইকে ডাকি আয়,
এখান থেকেই নতুন শুরু
নতুন সবুজ গাঁয়
পাশ কাটিয়ে পালিয়ে যাবে
এমন ভাবা দায়।