বদ্ধ বুকের বদ্ধ হাওয়া
ছড়ালে হয় দীর্ঘশ্বাস,
প্রভু আমার ঘুচিয়ে দেবে
মানলে বলে বিশ্বাস,
আঁধার কালো রাত্রি দেখি
যখন চারপাশ,
বন্ধু বলে ও কিছুনা,
বাড়ায় বাহুর পাশ,
মনে মনে খুঁজে পেলাম
আরাধ্য আশ্বাস।
স্মৃতি যখন ভীষণ কাঁদায়
আর পারি না এমন ভাবায়,
হঠাৎ তখন মন আকাশে জাগে যদি রঙের বাঁকা ধনুক,
তাকেই বলে কল্পকথা, এমন কথাই চলুক,
মাসি আমার, মাসি তোমার
কল্পকথাই বলুক।
তিক্ত দিনের অভিজ্ঞতা
দূষিত করে রক্ত,
নীল, নীল ভীষণ নীল
হৃদয়ে যখন যুক্ত,
মায়ের চোখ দেখবে তখন সিক্ত,
মায়ের মুখের ছায়া দেখায় রিক্ত,
বুঝবে সেটা আর কিছু না,
ভালোবাসা ব্যক্ত।