বুকের বাঁ পাশের নিয়ন্ত্রণে
অনুভূতিগুলোর মুদ্রণে
তোমার ছায়া পড়ে
ভালোবাসা যায় বেড়ে।


নেশাগ্ৰস্ত চোখ তাকায় বারেবারে
দেখতে থাকে আড়েআড়ে
শতদল মন পাপড়ি মেলে
চমকে দিয়ে জাদু চলে।


নিরব থেকে আড়াল রেখে
আমার আমি রাখি ঢেকে
বুঝতে তুমি পারবে কবে
সুখের সঙ্গা সেদিন মিলিয়ে নিবে।


দিন বদলের পালায় হলাম পুরাতন
লাগছে তবু আজো অন্যরকম নুতন,
লাজে রাঙা অধুনা আমি বৌ
ভাঙবে কবে তুলে প্রণয় ঢেউ।


আজ না হোক কাল কখনো
বাজবে যাওয়ার গান করুণ ও
সেদিনও সাথি হাসি মুখে
বিদায় দিও কান্না ঢেকে।


সকল সময় তাই আরাধ্য
হয়ো না যেনো তুমি অবাধ্য,
অটুট থাকুক তোমার হাসি
আজন্ম তোমায় ভালোবাসি।