রোজ সূর্য ডোবে আঁধার ঘনায়
আঁধার কাটে না শুধু লহমায়
আঁধার ঢাকে আলোর গরিমায়।
বিশ্বাসের বলে শক্ত বোলে ডাকো কণিকা,
পথিমধ্যে বেভুল ভেঙ্গোনা আশার লতিকা।
আঁধারের রূপ সাকার হয় এখানে সেখানে
কথা কয় সে অশান্ত হাওয়ায়
শনশনে আওয়াজে,
যুঝিবে তারে ভয় হারিয়ে
উচ্চ লয়ের রাগিনী বাজিয়ে।