পুকুরের আয়নায় যে ছায়া দেখি
রোজদিন আয়নায় সে থাকে মেকি,
আকাশের আয়নায়
জোছনা খুঁজি,
তোমার দু চোখে মোর
রূপ ঝিকিমিকি।
পাখির ডানায় যখন
মন বাঁধা পড়ে
সুন্দর সব দেখি অবনীর ঘরে,
বাঁধা থাকে মন যদি
অধুনা নগরে,
মরুভূমি দেখা যায়
হৃদয় সাগরে,
শত সুখে সুখী আমি উড়তে পারি
তোমার বাহুতে যখন
বাঁধা আমি পড়ি।
তপ্ত আকাশ যখন
পোড়াতে মগন
চৌচির হয়ে যায়
প্রজাপতি মন,
দস্যুর অনলে
ঘর পুড়ে ছাই,
বিচারের কাঠগড়ায়
তাকে নিতে চাই,
তুমি যদি প্রেমানলে
পোড়াতে আসো
ভালোবেসে বলি আমি
আরো কাছে আসো।
ঝড় যদি ঈশানের
কোণে দেখা যায়,
ভয় এসে বাস করে
ভীরু মনটায়,
নাগরিক কাজ ঝড়
করে হয়রানি,
নিন্দার ঝড় এলে
চলে কানাকানি,
সব ঝড় সামলাই
ঐ কাঁধে পেলে ঠাঁই,
মনে মনে করো তুমি
সাহস বপন,
মরনের শেষ ডাকে
সব সমাপন।