আগুন, আগুন, আগুন
এতো নয় ফাগুনের
হাওয়ায় ছড়ানো গুনগুন,
এ আগুন নয়তো কৃষ্ণচূড়ার,
নয়তো দ্রোহের আগুন যোদ্ধার,
এ আগুনে নেই মিষ্টি উষ্ণতা,
এ আগুনে দূর হয় না কৃষ্ণতা,
এ আগুনে হয় না স্বপ্ন গড়া,
দীর্ঘদিনের স্বপ্ন যায় পোড়া,
দগ্ধ অঙ্গ, পোড়া লাশ, স্বপ্ন ভঙ্গ,
পুড়ছে শিখায় সোনার বঙ্গ,
চলো আজ নেই মোরা শপথ,
মুনাফার লোভে হবো না বিপথ,
জীবনের মূল্য, মানের আদর্শ,
অনুধাবনে আনবো পরামর্শ,
কান্নার দিন চলো করি শেষ
ফাগুনের আগুন ছড়াক রেশ,
লেলিহান আগুন হোক নিঃশেষ।