বিন্দু বিন্দু অশ্রু কণার গতিবিধি
পরিপূর্ণ জানার চেষ্টা অদ্যবধি।
চোখের পাতায় নাসিকামূলে
নিউরন যত আছে মুখমণ্ডলে
অশ্রুকণাগুলির সব চারণভূমি
দারুন আঘাতে যায় হৃদয় চুমি।
ঝরে পড়ে না এমন এক অশ্রুবিন্দু
চোখের কোণে কখনো গড়ে জলসিন্ধু
কখনো কখনো বাঁধ গড়ে করে বাকরুদ্ধ
তবুও ঝরে না, প্রায়শই করে শ্বাসরুদ্ধ
হঠাৎ ব্যাস্ত প্রহরে করে উদাসী
মন হতে চায় দূরের বনবাসী
রৌদ্রজ্জ্বল দিনে আনে অকস্মাৎ
আঁধার কালো অমাবস্যার রাত
কলরব কোলাহল কত শত কূজন
শ্রবণেন্দ্রিয়ে করেনা কোন আয়োজন,
এক অশ্রুবিন্দু অতিকায় অ্যান্টার্কটিকা
ছাপিয়ে যায় আমায় ঘনায় কুহেলিকা।