চলো আবার উড়ে বেড়াই ঐ সুদূর নীলে
চলো হাসির ফোয়ারা ছড়াই মজার গল্প বলে,
চলো আবার সুখ কুড়াই গল্প গাছের তলে
আবার চলো ফুল গুঁজে দেই হাওয়ায় উড়া চুলে।
ডাক পাঠিয়ে দেই জাগিয়ে ঘুমন্ত মনের মাঝি
সুখের তরী আবার বাইবো, লাগাই চলো বাজি
নূপুর পড়ে মধুর ধ্বনি বাজাবো দিবসযামী,
খেয়ালখুশি চলবো মোরা, হবো ভীষণ দামি।
আবার চলো নকশা আঁকি, রঙিন মনের সুখে
আবার চলো হেঁটে বেড়াই লাল দালানের বুকে
পুরোনো মনে কাঁপন লাগাই নতুন এই যুগে,
মুক্তো দানা জমাই চলো স্মৃতির সিন্ধু সেঁচে।
এবার চলো হারিয়ে দেই রোগে ভরা জীবন
মধুর মধুর ছন্দ ভরা থাকুক মোদের বচন,
গড়ে তুলি সময় ফাঁদে আটকে যাওয়া ভুবন,
স্বপ্ন শুধু দেখতে থাকুক চার চোখের নয়ন।