সেদিন তখনো সন্ধ্যা নামেনি
তবু মনে হয় যেন উঠলো শশী
হৃদয়ে ছিল উপচে পড়া খুশি,
সুর লাগছিল প্রতিটি কথায়
দাওয়া লাগছিলো পুরনো ব্যাথায়
অনাবিল ক্ষণগুলো সবারে সাজায়।
মিলনমেলায় ছিলনা কিছু পরিকল্পনামাফিক
জৌলুসের ছিটেফোঁটা ছিলনা এদিক সেদিক
হৃদয়ের হীরকসম দ্যুতিচ্ছটা ছিল চতুর্দিক।
বন্ধু তোরা আমায় দিলি আলাদিনের চেরাগ
তোরা গাইলি হৃদয়ে ধ্বনিত এক বেহাগ
মুখোশ ছাড়া মুখচ্ছবি, তোরা ফুলের বাগ।