অক্ষরগুলো জমাট বরফের
লিখতে চাই কবিতা জীবনের,
ধমনীতে খুঁজি উষ্ণ কণিকা
শীতল বরফ সেথার চালিকা,
উষ্ণ চোখের জল, সেও হারালো
জমাট সব অনুভূতি, কেন এমন হলো?
পিছনে পাইনা রঙিন যা ছিল একদিন
অথচ তারা দাপুটে ছিল বহুদিন।
প্রভাত আলোর কণিকা শীতল
হিমশীতল হাওয়া বইছে কেবল,
যেথা যাই আমি খুঁজতে আশয়
শীতলতা সেথা একমাত্র বিষয়,
উফ্ কি প্রচন্ড আর ভীষণ আড়ষ্ট
কোথা খুঁজে পাবো উষ্ণ প্রকোষ্ঠ?
জানি খুঁজে পাবো আছে বিশ্বাস
আশায় ভরি বুক নিয়ে আশ্বাস,
তাইতো করি শুকরিয়া আদায়
সরে যাও কষ্ট তুমি বলে বিদায়।