বৃষ্টি নাচায়, রোদে তাতায়
সহায় মিলে ছায়ায় পাতায়
ক্ষণেক ঝরে ঝরঝর
নাচে প্রাণ আপামর
ক্ষণেক বাদেই তেজস্বর
যেন অগ্নি ভয়ংকর ।
রুদ্র আকাশ নিলাম্বরী
রূপে রঙে সুন্দরী
নয়ন মেলে দেখতে নারি
নয়নে হানে আলোর ছুরি।
অলীক মায়া দেখায় মেঘ
রোদে মিশে হয় নিরুদ্দেশ
মন খুঁজে এক বৃষ্টি প্রদেশ
হাওয়ায় পাঠাই মন সন্দেশ।
ভুল হলো কি হাওয়ায় হাওয়ায়
সন্দেশ পাঠানো মেঘমালায়?
উপঢৌকন কিছু দেই নি তাহায়
সবুজ বাঁচাতে খুঁজি নি উপায়।
মান ভাঙানো কাব্যে তোমায়
পলাতক মেঘ রাজ্য সভায়
জানিয়ে দিলাম আমন্ত্রণ
গোলাপ ফুলের উপঢৌকন
অনুরোধ মোর করো গ্ৰহণ।