ময়ূরকণ্ঠী নীল শাড়িতে
হাত ভরা লাল নীল চুড়িতে
সাজিয়ে আমায় দিয়ো
ডেকো কাছে প্রিয়।
তেঁতুল টকে ফুচকা খেতে
চটুল কথায় উঠবো মেতে
কুলফি খাওয়ার বারণ কারন
সকল কিছু ভুলবে ভুবন
তোমার জাদু হোক না তেমন
জারি কোরো সব সুখের সমন।
বুকের একূল ওকূল ভাসাও
জলোচ্ছ্বাসে তোমায় ডুবাও
সীমান্ত, দিগন্ত যেদিক তাকাও
আর কিছু নয় আমাকে পাও,
তখন তোমার প্রতিফলন
নবীন থাকবে চিরজীবন
প্রবীণ অলীক হবে সেক্ষণ।
এত ফুল তুমি ফোটাও মনে
এত রূপ ঢালো দুই নয়নে
বিতরণ করি চলো অভাজনে
কড়ি ছাড়া যার কিছু নাই মনে।
সবুজ হারানো এই নগরে
তোমার আমার মন ময়ূরে
জমানো সবুজ বহু বছরে
বিলিয়ে প্রাণ আনবো গভীরে।
এমন কত শত আয়োজন
মনে বাস করে শোনো প্রিয়জন,
ভালোবাসা ভরা মোর মহাজন
সত্যি করো সব প্রয়োজন।
মনের সকল কল্প ছবি
ধরার বুকে এঁকে কবি
হাসির ঝর্ণা ধারার মতি
সাজ ঘরেতে সাজিয়ো
যতনে রেখো প্রিয়।