ঐ রূপে খুঁজি আমি কল্পনা
ঐ রূপে খুঁজে পাই সান্ত্বনা
প্রতিদিন ছুঁয়ে দেই আকাশকে
কত কথা বলে সে জীবনকে
রূপ সুধা মেখে নেই পোশাকে
চোখ মুখ সেজে যায় পলকে।
সভা হয় প্রতিদিন চুপচাপ
শিশিরের গান চলে টুপটাপ,
মৌমাছি নেচে চলে চৌদিক
মুধু ভরা সুখ তার সৌমিক।
প্রতিদিন কিছু কুঁড়ি চঞ্চল
লুকিয়ে রাখে প্রেম শতদল,
কখনো কখনো ঝরা ফুল, পাতা
বলে চলে জীবনের সুখে ভেজা কথা,
মালা গেঁথে, ঝুরি ভরে মন মাঝে স্মৃতি করে
জীবনের আঙিনা দেই সাজিয়ে
সুর বুনে মেঠো গান যাই বাজিয়ে
লুকিয়ে লুকিয়ে থাকা কথার পাহাড়
জমানো সব ব্যথা হাজার হাজার
পলকে অলীক হয় জোছনার রাতে,
ফুল বাগে জোছনা আমাতে মাতে।