শেওড়া গাছের ভূত আমি
শেওড়া গাছে থাকি
দিনরাত চেঁচিয়ে খেদিয়ে
পাড়া মাতিয়ে রাখি,
দাঁত মাজিনা কোন কালে
হলদে দাঁতে হাসি,
চারটা দাঁতের ধারালো শানে
কাটতে ভালোবাসি।
ঘাড় মটকে গোটা দশেক
জন্তু খেয়ে ফেলি,
আমার কথা শুনে তোদের
পিলে চমকালো দেখি।
অধুনা যুগ হলেও
আমরা বেঁচে আছি,
বিজলী বাতি আঁধার খেলেও
আঁধার দিবস যামী,
বাস করি সব কালো মনে
চলি তাদের সনে,
থাকিস বুঝেশুনে।