যাচ্ছি দূরে কাজল মেখে
যাচ্ছি ভেসে সলীল মেঘে,
যাচ্ছি শ্যামল মায়ের ডাকে
যাচ্ছি সাগর তীরের বাঁকে।
যাচ্ছি উড়ে, গাচ্ছি সুরে
তাল, লয় সব যাচ্ছে জুড়ে।
ঘড়ির কাঁটা উল্টো ঘুরে
ঠেকলো এসে মিষ্টি মোড়ে
আনলো ডেকে নতুন ভোরে
নতুন আমায় আলোয় মুড়ে।
এলাম ফিরে প্রাণ জুড়িয়ে,
ভালোবাসা সব মুঠোয় পুরে
হীরা মানিকে আঁজলা ভরে
চোখের পিয়াস শান্ত করে।
এলাম ফিরে মন হারিয়ে
এলাম ফিরে মন কাঁদিয়ে
মায়ার চাদর গায়ে জড়িয়ে
সবুজ অবুঝ ক্ষণ গড়িয়ে।
আবার যাবো পেলে চিঠি
বিছিয়ে রাখি সজল দিঠি
তোমার অরূপ রঙিন বীথি
ভরিয়ে থাকুক পাখির গীতি।