সোনালী রূপসী হেমন্ত কালে
প্রভাত বেলায় মনন রাঙিয়ে
যে স্ফুরণে এ হৃদয় সাজালে
কাব্য ভাবনা তাতে বিকাশে
অলিন্দ নিলয় সব প্রকোষ্ঠে।
সাঁঝের বেলায় আঁধার ঘনিয়ে
দিনের মিহির মিলালো দিগন্তে
কিরণ বুলানো সোনালী স্বপন
বারান্দা কাননের রূপক দীপন।
সোনালী রূপসীর রূপের মূল্য
ঘোর লাগা মনের সুখ তারল্য
যেন সব বিশেষণে রূপ আবিষ্ট
অনুভূতি হৃদয়ের যদিও অদৃশ্য
প্রকাশে সে আবেগ কবি সচেষ্ট।