আটকে আমি গেলাম বুঝি
ইট পাথরের ফাঁদে
সবুজ নেশায় মত্ত মন এখন শুধু কাঁদে,
জীবন যাপন চলছে শুধু
কাঁটাতারের খাঁচায়
ফুরিয়ে গেছে ফুলের মধু
কাটছে জীবন ধোঁকায়।
পণ করে মন গড়বে ভুবন
যেথায় সবুজ বন,
লতা পাতা জড়িয়ে ধরে
আমায় সকল ক্ষণ।
এমন কোনো পরিসীমায়
চাইছি যেতে চলে
আকাশ ঘুমায়
যেথায় সুখে
রাত্রি নেমে এলে,
তোমরা সবাই তাল দিয়ে যাও
আমার চলার পথে
বাতাস রবে দূষণ ছাড়া
চলবো এমন রথে।
দূরের শিশুর কান্না শুনি
আমি দিবারাতি,
পণ ছিল তো নবজাতক
পাবে শুদ্ধ ভূমি,
নাই তো উপায় মুখ ঘুরিয়ে
ভুলবো সবাই পণ,
সবুজ ভুবন গড়তে মোরা
চালাই চলো রণ।