অলস মেঘ চাদর গায়ে
ঘুমায় আকাশ কোলে,
রবির আলো দিগন্ত রেখায়
এই পড়েছে হেলে,
পুকুর পাড়ের গাছগুলো সব
জলের আয়নায় দেখে অবয়ব
পাখির কলরব আবহে বাজে
মনোহরী সাজ আজ এ সাঁঝে,
শেষ বিকেলের আলোয়
ছুটলো শীতের হাওয়া
বাড়িয়ে তার বলয়,
সুমধুর সুরে বাজলো আজান
দূরের মিনার থেকে
সম্মোহিত সময়,
ভীষণ ভাবে ডাকছে যেন
ঘরে ফেরা পাখি,
অপলক তাই চেয়ে থাকে
আমার দুটি আঁখি,
উড়ে উড়ে ঐ নীড়েতে
চাচ্ছি যেতে খুব
টনক নড়ে জলের বুকে
পড়লে পাতা টুপ।
সারাদিনের রোজনামচা
গেলাম আমি ভুলে
লিখবো বলে আপনমনে
কলম নিলাম তুলে।