ধীরে ধীরে চলরে আমার মন
তরী বাইছি এখন ভাটার ক্ষণ
সামলে চলাই এখন আমার পণ,
আগলে রাখি জোয়ার বেলার ধন।
অনুজ, সুজন, আমার কাছের জন
সুখ বিরাজে নয়তো দূর গগন
সুখের পাখি অতি আপন জন
বেঁধে রাখার নেই তো প্রয়োজন।
চিনে নিয়ো তার সকল বেলার বসন
শিখে নিও সব সুরে ভরা বচন
অশান্ত হাওয়া করতে হবে গোপন
দিও না কভু তারি বিজ্ঞাপন।
একটু দূরে খনন করে রেখো কাজল দিঘি
গোপন জলে ভিজিয়ে তোমার দিঠি
সজল রেখো সকল দিবস রাতি
সুখ পাখিকে দিও সে  জল ভরা ঘটি।
মন আঙিনায় ঠাঁই দিয়ো না কোন কিছু মেকি,
অল্প হলেও রাখতে হবে ষোলো আনা খাঁটি
ছুঁয়ে থেকো সকল সময় তোমার আপন মাটি
সারাজীবন আগলে রেখো ভুলে যাওয়া ব্যাধি।
জোয়ার শেষে এই জীবনে চলবে যখন ভাটি
খাঁটি সত্ত্বায় মাতিয়ে রেখো তোমার বসতভিটি,
সুখ পাখিটি নিত্য বেলায় বেড়িয়ে যাবে বাটী
এইটুকুই তো পাওয়ার থাকে সবার জীবনব্যাপী।