নিঝুম চারপাশ আর রাতের কালো
ধরণীতে নেই রবির আলো
এই আঁধারে হৃদয় মাঝে
পেয়েছি আমি প্রদীপ খুঁজে,
শিরা উপশিরায় আন্দোলিত কনিকা
কাল্পনিক পাখায় পদ্য লিপিকা।
হাওয়ায় হাওয়ায় নতুন সুর
মধুর তালে বাজছে নূপুর,
প্লাবন এসেছে খুশির প্লাবন
তারকা রাজি শোনায় কথন,
আজ তারকা করেছি বপন
দু'চোখ জুড়ে শুধুই স্বপন।
খুশির ফোয়ারা হিমালয়সম
প্রকৃতির সাজ আজ অভিনব ।
শ্রাবণ দিনের বাদল মতি
অভূতপূর্ব আজ তার দ্যুতি
সেই মানিকে সাজিয়ে ডালা
উপঢৌকন দেবো রাঙিয়ে বেলা।
হৃদয়ে আমার চলছে কূজন
রহমান তোমায় করেছি স্মরণ
সাড়া দিয়ে মোরে করেছো বরণ
কোন লিপিকায় তা করি বিবরণ?