তুমি ডাকলেই বৃষ্টি ছুঁলো
নাকে নোলক পড়িয়ে দিলো
রাঙা মনের ঢেউ
সাজি আমি বউ।
তুমি তাকালেই পাখির মতন
হাওয়ায় ভাসে শতেক স্বপণ
লাজুক লতার লাজে
তোমার প্রিয়া সাজে।
বসতে যদি একটু আমার পাশে
পরবে বাধা বেলি ফুলের বাসে
মনের বেলি ফোটাও বারোমাস
একটু হেসে বসে আমার পাশ।
আমার আমি কোথায় ছিল?
আচিনদেশে ঘুমিয়ে থাকা
আমার আমিকে দিলে দেখা
বসন্ত দিনের রাজা
মনটা দিলাম সোজা।
আগমন এর প্রহর ছোঁয়া
আমার মনের সুখের খেয়া
চলুক সকল ক্ষণে
মিষ্টি স্বপণ বুনে।
ঘাসফড়িং এর জীবন মোদের
ফুলের ছোঁয়ায় জোছনা রাতের
কাটুক মধুর প্রহর
গল্প মোদের অমর।